মৌলিক সাক্ষরতা প্রকল্পে স্বাগতম
"মৌলিক সাক্ষরতা" বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের শিক্ষার সুযোগ প্রদানসহ দেশ হতে নিরক্ষরতা দূরীকরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে অঙ্গীকারাবদ্ধ । এছাড়া বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করবে।
বিবিএস- ২০১৭ এর প্রতিবেদন অনুসারে দেশের ১৫ বছর এবং তদুর্ধ্ব বয়সের নারী-পুরুষের বর্তমান সাক্ষরতার হার ৭২.৩০%। অর্থাৎ এ বয়সের নারী-পুরুষের নিরক্ষরতার হার ২৭.৭%। উপানুষ্ঠানিক শিক্ষা (NFE) ম্যাপিং রিপোর্ট-২০০৯ অনুসারে দেশে ১১-৪৫ বছর বয়সী নিরক্ষর নারী-পুরুষের সংখ্যা প্রায় ৩ কোটি ৭৩ লক্ষ। নিরক্ষরতার কারণে এই বিপুল জনগোষ্ঠী উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ করতে পারছে না।
বিস্তারিত